২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম
মতলব দক্ষিনে পুলিশের অভিযানে ৯ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার মঠবাড়ীয়া উপজেলা ব্র্যাকের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত। নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আশরাফুল ইসলাম সোহাগ আচলছিলা উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠুিত বিয়ের নামে প্রতারণা শাহআলমের প্রতারণায় নিঃস্ব মতলবের রুমি মতলবে আবুল হোসেন চৌধুরী’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মতলবের সুভন করদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে। মতলবে ফাঁসি দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৬৭.৩৬, ভোকেশনাল ৯২.০৩ ও দাখিলে ৭০.৩৪
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> রাজনীতি >> সারাদেশ
  • শেখ হাসিনা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিতসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন.. এমপি রুহুল
  • শেখ হাসিনা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিতসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন.. এমপি রুহুল

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর):

    সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার মেহরনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ৩১ অক্টোবর (মঙ্গলবার) সকালে মতলব দক্ষিণ উপজেলার মেহরনে সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ।

    এই সময়ে তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিতসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
    লক্ষী পূজা একটি সার্বজনিন উৎসবে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আসুন আমরা সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করবো। কারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামে সবাই অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার সু-নিশ্চিত করেছেন।

    তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে আসীন করে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’

    নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চাঁনমিয়া তালুকদারের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ রিপন বালা, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।

    এ সময় আরো বক্তব্য রাখেন, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর নাগ,
    চাঁদপুর জেলা পরিষদ সদস্য তাসলিমা আক্তার আখি, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,
    উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক উত্তম কুমার দাস, মতলব দক্ষিন পুজা কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মাসুদ রানা পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমেদ রিপন মীর, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান, মতলব পৌরসভার কাউন্সিলর মাইরিন আক্তার, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি জহির হাজরা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্র চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন মেহরন জগন্নাথ দেব মন্দিরের সভাপতি প্রান গোবিন্দ।

    আরও পড়ুন

    মতলব দক্ষিনে পুলিশের অভিযানে ৯ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
    মঠবাড়ীয়া উপজেলা ব্র্যাকের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।
    নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আশরাফুল ইসলাম সোহাগ
    আচলছিলা উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠুিত
    বিয়ের নামে প্রতারণা শাহআলমের প্রতারণায় নিঃস্ব মতলবের রুমি
    মতলবে আবুল হোসেন চৌধুরী’র স্মরণে আলোচনা সভা ও দোয়া
    মতলবের সুভন করদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত
    কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার শ্রেষ্ঠ হয়েছে।